Skip to content Skip to sidebar Skip to footer

প্রফেশনাল গিগঃ যে ছবিতে চোখ আটকায়, যে টাইটেল ক্লিক বাড়ায়

যেই ১০ টা স্টেপ ফলো করে আমার ফাইভার ক্যারিয়ার কন্টিনিউ করছি তার মধ্যে গিগ তৈরী আছে চতুর্থ নাম্বারে। আর একটা প্রফেশনাল গিগ তৈরীর ৩ টা ভাগের প্রথম ও প্রধান অংশ হলো থাম্বনেইল ও টাইটেল। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা একটা দরজার মত যা দিয়ে বায়ার আমার কাছে আসে, যদি থাম্বনেইল দেখে বায়ার এর পছন্দ হয় কেবল তখনি সে ভালোভাবে টাইটেল দেখবে এবং ক্লিক করার সিদ্ধান্ত নিবে। ফাইভারে যেই বিষয়গুলোতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হয় তার মধ্যে গিগ ইমেজ ও টাইটেল অন্যতম।
আমি কিভাবে গিগ টাইটেল লিখি, ইমেজ তৈরির সময় কোন বিষয়গুলোকে গুরুত্ব দেই আর ফাইনালি কিভাবে তা প্রেজেন্ট করি তাই শেয়ার করবো এই আর্টিকেলে। হয়ত আপনার ক্ষেত্রেও কাজে লাগতে পারে।

এনগেজিং টাইটেল তৈরীর ৪ টা স্টেপ

১। প্রথমে মেইন কিওয়ার্ডটা লিখুন, যেমন ( facebook post thumbnail design বা On-page SEO Audit বা অন্য কিছু যেই সার্ভিস আপনি এই গিগে প্রোভাইড করবেন। )

২। একটু ভাবুন এই সার্ভিসটা বায়ার কেন কিনবে? এটা তার কোন সমস্যা সমাধান করবে? বা কি অর্জন করতে সাহায্য করবে? এই সার্ভিস টা নেয়ার সময় বায়ার কি কি বিষয় লক্ষ্য রাখে? যেমন আমি যদি লোগো তৈরির কথা ভাবি তাহলে চিন্তা করবো এটা যেন মিনিংফুল হয়, এটা যেন আমার প্রতিষ্ঠান কে উপস্থাপন করে। আবার যদি ওয়েবসাইট অডিট এর কথা আসে তাহলে চাইব এমন একটা রিপোর্ট যেন অডিটে থাকে যেখান থেকে আমি সব প্রবলেম গুলো দেখতে পাবো এবং কি কি একশন নিতে হবে তাও জানবো। এখন আপনি যেই সার্ভিস দিচ্ছেন তা বায়ার কেন নেয় এবং কি কি বিষয় কে প্রাধান্য দেয়, সেই দিকগুলো নোট করুন।

৩। আপনি হয়ত নোট করেছেন বায়ার কি কি চায় এবং কিভাবে সেই সার্ভিসটা দিবেন, কিন্তু এসব কিছু তো থাকবে গিগ ডেসক্রিপশনে, টাইটেলে নয়। রাইট, এসব গিগ এর ভিতরেই থাকবে। এবার একটু দূর পর্যন্ত ভাবুন, আপনার সার্ভিস দ্বারা বায়ার সবচেয়ে বড় কোন জিনিস টা এচিভ করতে পারবে বা কোন বড় সমস্যা টা থেকে মুক্তি পাবে। সেটার একটা ধারনা এক লাইনের মধ্যে আপনার টাইটেলে সেট করতে হবে।

৪। এই পর্যায়ে আমি ৩/৪ টা স্যাম্পল টাইটেল লিখি, যেটা বেষ্ট মনে হয় সেটাকেই ফাইনাল করি। ধরা যাক আমার কিওয়ার্ড হচ্ছে “Facebook Ads Campaign Set Up” আমার বিবেচনায় এই সার্ভিস থেকে বায়ার ২ টা জিনিস আশা করে, অনেক বেশি রিচ আর সেল। তাহলে এই দুইটা পয়েন্ট কে টাইটেলে রাখতে হবে। তাহলে আমার খসরা টাইটেল গুলো হতে পারে এরকম…

I will set up max engaging Facebook Ads Campaign that will catch the target audience.
I will set up a sales-generating Facebook Ads Campaign to grow your business
I will do Facebook Ads Campaign that will engage the target audience & increase sales.

একটু লক্ষ করলে দেখবেন প্রতিটা টাইটেলেই বায়ার যা চায় তা ফোকাস করা হয়েছে। টাইটেলে কিছু পাওয়ার ওয়ার্ড রাখলে ক্লিক রেট বারে, এই ব্যাপারে গুগল করে বিস্তারিত জেনে নিন কারন এটা অনেক বর একটা টপিক। এগুলো কিছু খসরা ছিল, খেয়াল রাখতে হবে টাইটেল যেন খুব বেশি লম্বা না হয়, তাহলে হিবিজিবি লাগবে এবং মানুষের চোখ জঞ্জাল পছন্দ করেনা। আমি সাধারনত এই ৪ টা ধাপ ফলো করে টাইটেল লিখি এবং একটা গিগ তৈরী করতে আমার কোন কোন ক্ষেত্রে ১ সপ্তাহের বেশিও লাগে, কারন পারফেক্ট কিওয়ার্ড পেতেই কয়েকদিন লেগে যায়।

আশা করছি উপরের উদাহরন গুলো দেখে আপনি এর চেয়ে অনেক ভালো ও এনগেজিং টাইটেল লিখতে পারবেন ইনশাআল্লাহ।

আই-ক্যাচিং গিগ ইমেজ এর ৩ টা পার্ট

আপনি যদি ইতিমধ্যে একটা পারফেক্ট টাইটেল লিখতে পারেন তাহলে গিগ ইমেজ তৈরির অর্ধেক কাজ শেষ করেছেন, ইমেজে মুলত টাইটেল টাকেই প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ বায়ার এর প্রধান চাহিদা টাই গিগ ইমেজে প্রেজেন্ট করতে হবে। এক্ষেত্রে কিছু বিষয় ফলো করে এগোলে ইমেজ টা হবে ক্লিন, অরগানাইজড ও ক্যাচি। যদি আপনার টাইটেল হয় (I will set up a sales-generating Facebook Ads Campaign to grow your business) তাহলে প্রসেস গুলো হবে এরকম…

১। এখানে আপনি বায়ার কে প্রমিস করছেন এমন একটা ক্যাম্পেইন রান করে দিবেন যেখানে সেল জেনারেট হবে, এখন গিগ ইমেজে এটাই প্রেজন্ট করতে হবে, টাইটেলের প্রধান অংশ টা গিগ ইমেজে রাখতে পারেন, এটা সহযেই চোখে পরবে, যেমন ( Sales Generating Ads Campaing To Grow Business Dramatically.) বায়ার এর মুল উদ্দেশ্যই সেল জেনারেট করা, বিজনেস গ্রো করা, আর এই দুটো যখন আপনার গিগ ইমেজে দেখবে তখন টাইটেল ও পরবে ও ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি।

২। এমন একটা ছবি ব্যাবহার করতে পারেন যা আপনার টাইটেল কে প্রেজেন্ট করে, যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন তাহলে লক্ষ্য রাখতে হবে লেখা টা যেন পরিষ্কার দেখা যায়, ভালোভাবে পরা যায়, এবং ব্যাকগ্রাউন্ড কালার যেন স্ট্যান্ডার্ড হয়। মোট কথা ছবিটা যেন খুব বেশি হিবিজিবি না হয়, সহজে যেন মুল মেসেজ টা বায়ার দেখতে পায়। তাহলেই সে একশনে যাবে।
যদি আপনার গিগ টা হয় লোগো ডিজাইন এর ওপর? তাহলে টাইটেল ও ভিন্ন হবে আর ইমেজের স্ট্রাকচার ও ভিন্ন হবে, আপনার কিওয়ার্ডের ওপর নির্ভর করে আগাতে হবে।
কিছু জিনিস গিগ ইমেজে ভুলেও ব্যাবহার করা যাবেনা, ফোন, ইমেইল, ইউ আর এল, যেকোন ঠিকানা, কোন লেভেলের সেলার তা লিখা বা ব্যাজ দেখানো যাবেনা। এগুলো ফাইভার থেকে নিষিদ্ধ।

৩। ফাইভার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করলে অনেকগুলো সাইজ দেখতে পাবেন, যেকোন একটা ইউজ করতে পারেন, এক্ষেত্রে লক্ষ্য রাখবেন ইমেজ টা যেন পুরো এরিয়া কাভার করে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি নিজে যেই সাইজ টা ইউজ করি তাহলো 680x425px.আপনি ট্রাই করে দেখবেন যেটা আপনার জন্য পারফেক্ট হয় সেটাই ইউজ করুন। ইমেজ আপলোড এর আগে অবশ্যই এটা রিনেম করতে হবে, ইমেজ এর নাম হবে আপনার টাইটেল এর নাম। এটাই ইমেজ এসইও, গিগ এসই করতে গেলে যেখানে যেখানে কিওয়ার্ড ইউজ করতে হয় তার মধ্যে প্রধান হলো টাইটেল এবং ডেসক্রিপশন, গিগ এর অন্যান্য বিষয় ঠিক থাকলে গিগ ইমেজের নাম এর সুফল পাওয়া যাবে।

গিগ ইমেজ তৈরির ব্যাপার ফাইভার এর একটা অফিসিয়াল গাইডলাইন আছে যা কিনা অনেক হেল্পফুল, এটা অবশ্যই আপনার পরা উচিত।

https://learn.fiverr.com/courses/online-freelancing-essentials-be-a-successful-fiverr-seller

এই ছিল আমার গিগ ইমেজ ও টাইটেল তৈরির প্রক্রিয়া, আমি নিজে এগুলো ফলো করি এবং আলহামদুলিল্লাহ আমার টপ রেটেড হওয়ার পেছনে এই মেথডগুলো অনেক কার্যকরি হিসেবেই প্রমানিত হয়েছে। হয়ত আপনাদের কাজে লাগতে পারে এবং কিছু ক্ষেত্রে নতুন কিছু যোগ করাও লাগতে পারে।

চাইলেই হয়ত এক ঘন্টায় আপনি একটা গিগ তৈরী করে ফেলতে পারেন, কিন্তু যদি একটু স্টাডি করে, সময় নিয়ে ও প্ল্যান করে একটা গিগ তৈরী করেন তাহলে এই একটা গিগ ই আপনার ফিউচার চেঞ্জ করার জন্য যথেষ্ট। প্রথম কাজ পাওয়ার পর থেকে প্রায় ৫ মাস পর্যন্ত আমার শুধু একটা গিগ ই ছিল এবং এখনো নতুন গিগ তৈরী করতে আমার প্রায় ১ সপ্তাহের মত লেগে যায়। ফলাফল হলো আমার বেশিরভাগ গিগ গুলোতেই বায়ার নক করে, সেল এর কথা নাই বললাম।

হয়ত এখন আপনি সময় নিয়ে একটা ভালো টাইটেল আর ইমেজ তৈরী করলেন যা দেখে বায়ার ক্লিক করে গিগ দেখবে, এখন যদি ডেসক্রিপশনে সে স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু নক করবেনা। তাই স্টাডি করুন কিভাবে কার্যকরি গিগ ডেসক্রিপশন লিখতে হয়। সময় পেলে আমি হয়ত এই বিষয়ে লিখব ইনশাআল্লাহ।

আজ এ পর্যন্তই, নতুনদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, উত্তর দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ধন্যবাদ,
মোঃ মাসুম

What's your reaction?
0Smile0Lol0Wow3Love0Sad0Angry

Leave a comment