Skip to content Skip to footer
আমি মোঃ মাসুম, ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসেবে ২০১৮ থেকে ফাইভার মার্কেটপ্লেসে কাজ করছি। ২০২২ এর এপ্রিলে টপ রেটেড সেলার মনোনিত হই এবং এখন পর্যন্ত ৩৫০ টিরও অধিক ওয়েবসাইট, ইমেইল মার্কেটিং ও এসইও প্রজেক্ট সম্পন্ন করেছি। যার অধিকাংশই ইকমার্স, বিজনেস ও পোর্টফোলিও ওয়েবসাইট। 
এই দীর্ঘ ৫ বছরের পথচলায় আমি দেখেছি কিভাবে ফাইভার মার্কেটপ্লেস কাজ করে, কিভাবে একটা ভালো গিগ তৈরী করা যায় যা কিনা বায়ার কে আকৃষ্ট করে, এবং কিভাবে একটা ভালো ডিল করতে হয়।
সেই বাস্তব অভিজ্ঞতাগুলো একটা গোছানো প্ল্যাটফর্মে উপস্থাপনের মাধ্যম হিসেবেই স্কিল উইথ মাসুম - Skill With Masum ব্লগ সাইটটি তৈরী করা। এখানে আমি শেয়ার করার চেষ্টা করবো ফ্রিল্যান্সিং আসলে কি? বিভিন্ন মার্কেটপ্লেস কিভাবে কাজ করে? আপনার কোন বিষয়টা শেখা উচিত? কিভাবে শুরু করতে হবে এবং তা কন্টিনিউ করতে হবে।
এছারাও আমি চেষ্টা করবো কিছু নির্দিষ্ট বিষয়ের ওপর ধারাবাহিক টিউটোরিয়াল পোষ্ট করার, যা কিনা আর্টিকেল ও ভিডিও আকারে আসবে। এই টিউটোরিয়াল গুলো হবে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতার আলোকে যা কিনা আমি নিজে ফলো করে ক্লায়েন্টদের প্রজেক্ট সম্পন্ন করি। তাই আপনি যদি এই সেক্টরে নতুন হয়ে থাকেন তাহলে শুধুমাত্র এই টিউটোরিয়াল গুলো ফলো করে আপনি নিজেকে ফ্রিল্যান্সিং এর জন্য প্রস্তুত করতে পারেন।
এই রিলেটেড কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমার ফেসবুক পেইজে এবং নতুন পোষ্ট এর আপডেট পেতে ফলো করতে পারেন আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো।
ধন্যবাদ,
মোঃ মাসুম