Skip to content Skip to sidebar Skip to footer

পরিকল্পিত গিগ প্রাইসিংঃ যে কারনে অধিকাংশ বায়ার প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করে

যেই ৫ টা স্টেপ ফলো করে আমি একটি পারফেক্ট গিগ তৈরি করি তার মধ্যে প্রাইসিং সেগমেন্ট বা প্যাকেজ ডিজাইন আছে চতুর্থ নাম্বারে। প্রথম ও দ্বিতীয় হচ্ছে গিগ ইমেজ ও টাইটেল, যা নিয়ে পুর্বের আর্টিকেলে আলোচনা করেছি। আজ চেষ্টা করবো কিভাবে আমি গিগ প্রাইসিং ডিজাইন করি, যা দেখে অধিকাংশ বায়ারই আমার প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করে।

ব্যাপারটা এমন নয় যে তারা আগে থেকেই ঠিক করে আসে যে আমার প্রিমিয়াম প্যাকেজটাই অর্ডার করবে, বা এই বাজেট টা ঠিক করে আসে। বরং অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি তাদের বাজেট ১০০ থেকে ২০০ ডলার, যা কিনা আমার প্রিমিয়াম প্যাকেজ এর চেয়ে অনেক কম। তো এত ডিফারেন্স থাকা সত্বেও কেন তার প্রিমিয়াম টা নেয়? বরং কারো ক্ষেত্রে প্রিমিয়াম ও যথেষ্ট না, তাদের কে কাষ্টম অফার সেন্ড করতে হয়।

কেন তারা বাজেট ডাবল করে প্রিমিয়াম নিচ্ছে? এর উত্তর হলো পরিকল্পিত গিগ প্রাইসিং। আমি প্যাকেজগুলো এমনভাবে ডিজাইন করেছি যে ব্যাসিক প্যাকেজ দেখলে মনে হবে এটা যথেষ্ট না, কিন্তু যখনই সে স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখবে তখন মনে হবে এটা নিলে সে লাভবান হবে। আর শেষে যখন প্রিমিয়াম প্যাকেজ টা দেখবে তখন তার মনে হবে প্রাইস যাই হোক তার এই প্যাকেজটাই নেওয়া উচিত।
চলুন দেখা যাক কিভাবে প্যাকেজগুলো ডিজাইন করা যায় আর কোন প্যাকেজে কি কি রাখলে ভালো হয়।

গিগ ডিজাইন এর সময় যেই কমন ভুলগুলো আমরা করে থাকি তার মধ্যে অন্যতম ভুল হলো এক সিরিয়ালে আমরা সব ফিচার গুলো লিখি, অনেক গিগ চোখে পরে যেখানে ১০-১২ ফিচার নাম্বার দিয়ে লেখা আছে। আমার মতে এটা বায়ার এর জন্য কনফিউজিং, সে কিভাবে বুঝবে কোন প্যাকেজে কি কি ফিচার পাওয়া যাবে? তাকে হয়ত ডান পাশের প্যাকেজ গুলো দেখতে হবে বা জিজ্ঞেস করতে হবে। প্রথম দেখায় বোঝাটা কঠিন হবে।

আসুন প্র্যাক্টিক্যালি দেখি একটা পারফেক্ট গিগ এর প্রাইসিং গুলো কেমন হওয়া উচিত। প্রতিবারের মতই এবারও এই আর্টিকেল লেখার সময় লাইভ এক্সামপল এর জন্য ফাইভারে “Logo Desing” লিখে সার্চ করি, এবং প্রথম ১২ টা গিগ ওপেন করি এবং সত্যি অবাক হয়ে যাই। কারন এই ১২ টা গিগ এর মধ্যে শুধু একটা গিগ পাই যার প্যাকেজগুলো সাজানো হয়েছে প্রফেশনালি এবং আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে। আমি নিজে যদি লোগো ডিজাইন এর সার্ভিস অর্ডার করি তাহলে হয়তে একেই আগে মেসেজ করবো। এই গিগ টা ফাইভার চয়েজ লিস্টেও আছে।

আর বাকি ১১ টা গিগ এর হয়ত কাজের কোয়ালিটি বা পোর্টফলিও অনেক ভালো তাই কাজ বেশি পেয়েছে এবং প্রথম পেজে আছে।

আসুন দেখি এই ভালো গিগ টার প্রাইসিং ডিজাইন কেমন?
প্রথমত তার সার্ভিস এর ফিচার গুলো কে খুব সুন্দর ও পরিষ্কার ভাবে ৩ প্যাকেজে ভাগ করেছে।
ব্যাসিক প্যাকেজে অফার করেছে ৪ টা ফিচার
1 Logo Concept
JPG + PNG File Formats
3 Revisions
Free Transparent File
কিন্তু স্ট্যান্ডার্ডে অফার করেছে ৫ টা ফিচার, যেখানে কনসেপ্ট একটা বেশি আর রিভিশন ও ২ টা বেশি
2 Superb Concepts
JPG + PNG File Formats
Free Transparent File
5 Revisions
PDF files
সবচেয়ে আকর্ষনিয় ছিল প্রিমিয়াম প্যাকেজটি, যেখান ৮ ফিচার অফার করা, সাথে ৩ টা কনসেপ্ট এবং আনলিমিটেড রিভিশন।
3 Premium Quality concepts from the Art Director
Social Media kit
All Editable Source Files
JPG + PNG + PDF File Formats
Vector Files
Free Transparent File
UNLIMITED REVISIONS
VVIP 24/7 support

তার ব্যাসিক প্যাকেজ হচ্ছে মাত্র ২৫ ডলার আর প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে ১৫০ ডলার। বায়ার যখন ব্যাসিক প্যাকেজ দেখবে তখন ভাববে এটা যথেষ্ট নয়। স্ট্যান্ডার্ড মোটামুটি পছন্দ হবে কিন্তু সমস্যা হচ্ছে, এখানে কিছু অতি গুরত্বপুর্ন জিনিস দিবেনা, ( Editable file source, Vector files, social media kits) এখন এগুলো তো অনেক জরুরি। তাই বায়ার বাধ্য হয়ে ২৫ এর ব্যাসিক না নিয়ে ১৫০ ডলার এর প্রিমিয়াম টাই নিবে।

অর্থাৎ প্যাকেজ ডিজাইন এর সময় ঐ ফিচারগুলো কে প্রিমিয়াম প্যাকেজে রাখতে হবে যা কিনা বায়ার জন্য খুবই গুরুত্বপুর্ন। আর ৩ টা ভাগে প্যাকেজগুলো সাজানোর আরেকটা ভালো দিক হলো বায়ার প্রথম দেখাতেই বুঝে যাবে কোন প্যাকেজে সে কি পাচ্ছে আর কোন প্যাকেজটা নেওয়া উচিত।

এটা একটা লাইভ উদাহরন ছিল, ঠিক একই মেথড আমার গিগেও প্রয়োগ করা। তাই বায়ার যখন প্যাকেজগুলো দেখে তখন অধিকাংশ ক্ষেত্রেই প্রিমিয়াম প্যাকেজ টাই অর্ডার করে। এটা হয়ত আপনারা অনেকেই জানেন এবং গিগে এপ্লাইও করেছেন, তবে যারা জানেন না তাদের জন্য এটা উপকারে আসবে আশা করি।

যেই ৫ টা বিষয়কে প্রাধান্য দিয়ে আমি গিগ তৈরি করি ইতিমধ্যেই তার ৩ টা শেয়ার করা হলো। সামনে আরো কিছু উপস্থাপনের ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
প্রাইসিং নিয়ে আপনাদের মতামত কমেন্টে আশা করছি।

ধন্যবাদ।
মোঃ মাসুম

What's your reaction?
0Smile1Lol0Wow0Love0Sad0Angry

Leave a comment