Skip to content Skip to sidebar Skip to footer

পুটি নাকি ইলিশ? কোনটা ধরবেন? নির্ধারন করুন গিগ প্রাইসে।

আজ কথা বলবো গিগ প্রাইস নিয়ে, আপনার গিগ এর প্রাইস কত হওয়া উচিত? এটা নির্ভর করে আপনার সার্ভিসটা কি? কি কি প্রোভাইড করছেন? সেটার মান কেমন? ইত্যাদি। এই পোষ্ট লেখার সময় আমি “Logo Design” লিখে সার্চ করে প্রথম পেজে সর্বনিন্ম $10 আর সর্বোচ্চ $250 এর গিগ পাই। মজার ব্যাপার হলো অনেকগুলো গিগ এর মধ্যে $250 এর গিগ টাতেও 1k+ রিভিউ ছিলো।

এর সহজ মানে হলো প্রাইস বেশি হলে যে কেউ কিনবে না ব্যাপারটা তা নয়। আমার ৩ বছরের অভিজ্ঞতায় দেখেছি আমাদের সাধারন মানুষের মত ফাইভারেও দুই ধরনের ক্রেতা আসে। কেউ চায় সস্তা সার্ভিস আর কেউ চায় প্রিমিয়াম। এখন আপনার ইচ্ছা আপনি কোন কোন সার্ভিস দিবেন।
ব্যাপারটা এমন না যে প্রাইস কমালে কাজ বেশি পাবেন আর বেশি হলে কাজ পাবেননা। প্রিমিয়াম সার্ভিস দিলে যেই সুবিধাগুলো আপনি পাবেন তার একটা ধারনা দেই।

১। ১০ ডলার এর কাজ ১০ টা করে যা পাবেন আর প্রিমিয়াম সার্ভিস এ হয়ত একটা কাজ করেই তার চেয়ে বেশি চার্জ করতে পারবেন।
২। একটা বায়ার কে স্যাটিসফাই করা যে কত কঠিন তা সবারই জানা, লো প্রাইসে কাজ করলে ১০ টা বায়ার কে স্যাটিসফাই করতে হবে, সেক্ষেত্রে কয়টা রিভিশন দেয়া লাগে তার কোন ঠিক নাই। আর বেশি প্রাইসের সার্ভিসে একটা বায়ার কে স্যাটিসফাই করলেই ১০ টার আর্নিং হয়ে যাবে।

৩। লো প্রাইসে বেশি কাজ করলে আপনাকে সারাদিনই পিসিতে বসে থাকতে হবে, নাওয়া খাওয়ার সময় পাবেন না। আর যেহেতু অনেক কাজ তাই চিন্তা করার সময় কম, ফলে কাজের মান ও খুব ভালো হওয়ার চান্স কম, বিশেষ করে যদি ক্রিয়েটিভ কিছু করতে যান।

৪। ইন্ডিয়া, পাকিস্থান, নাইজেরিয়া ও এই ধরনের কিছু (লো কোয়ালিটি) বায়ার থেকে মুক্তি পাবেন। এরা সাধারনত বেশি প্রাইসের গিগ গুলোতে আসে না।

৫। প্রাইস যত বেশি হবে গিগ তত র‍্যাঙ্ক করবে। ধরুন কেউ ১০ টা ১০ ডলার এর কাজ করলো তার আর্নিং ১০০ ডলার, আর আপনি ৩ টা ১০০ ডলার এর কাজ করলেন, আপনার আর্নিং ৩০০ ডলার, তখন ৩ টা সেল করেও আপনার গিগ আগে থাকবে তার ১০ সেল এর গিগ পেছনেই থাকবে। কারন আপনি ফাইভার কে বেশি প্রফিট দিয়েছেন।

৬। বেশি প্রাইসে সেল করলে এভারেজ সেলিং প্রাইস বারবে, এতে করে খুব সহ্জেই আপনি লেভেল পেয়ে যাবেন। এমন অনেক পোষ্ট চোখে পরছে যারা টপ রেটেড রিকোয়ারমেন্ট ফুলফিল করছে ১-২ বছর আগে কিন্তু এখনো টপ রেটেড হয় নাই, কারন তাদের এভারেজ সেলিং প্রাইস হয়ত $50 এর আশেপাশে। আর আমার নিজের এক্সামপল যদি দেই তাহলে সব ফিলাপ এর ২ মাসের মধ্যেই টপ রেটেড ব্যাজ পাই, কারন আমার এভারেজ সেলিং প্রাইস ছিল $190 । বুঝতেই পারছেন এটা কত ইম্পরটেন্ট।

আমরা অনেকেই গিগ প্রাইস বেশি দিতে ভয় পাই। মনে করি কম হলে বায়ার বেশি পাবো। আগেই বলেছি ২ ধরনের বায়ার আছে। কেউ খুজবে সস্তা আর কেউ খুজবে দামি।

আসলে গিগ এর প্রাইস কত হওয়া উচিত?

আমি ব্যাক্তগত ভাবে মনে করি একটা লোগো ডিজাইন এর চার্জ কোনভাবেই $50 এর নিচে হওয়া ঠিক না। এভারেজ $100 থেকে $150 হওয়া উচিত। ৩ বছর আগে যখন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ খুলি তখনো সেখানে এমন অনেক গিগ ছিল যারা $25 ওয়েবসাইট তৈরী করে দেয়, এখনো আছে। কিন্তু তখনি আমার মনে হয়েছে একটা ওয়েবসাইট তৈরির চার্জ নূন্যতম $150 হওয়া উচিত। আমি তাই করেছি, আমার বিশ্বাস ছিল কাজ পাই আর নাই পাই কিন্তু এটার মূল্য এর চেয়ে কম হতে পারেনা। আলহামদুলিল্লাহ, এখনো আমার আশেপাশের গিগ গুলো অনেক কমে আছে, কিছু সেলও তারা পায়, কিন্তু এভারেজ অর্ডার বেশি প্রাইস এর গিগ গুলোতেই আসছে।

তো আপনি কি সার্ভিস দিচ্ছেন এবং তার জন্য আপনার সময় এবং শ্রম কি রকম যাচ্ছে তা বিবেচনা করে প্রাইস টা ঠিক করেন। আবারো মনে করিয়ে দিচ্ছি কিছু বায়ার আছে যারা কমদামি গিগ এ ইন্টারেষ্ট না। শুধু গিগ প্রাইস বেশি দিবেন কিন্তু সার্ভিস না, তাহলে কোন লাভ ই হবে না। যখন আপনার বেশি প্রাইস দেখে বায়ার নক করবে তখন প্রথমেই সে জানতে চাইবে কেন প্রাইস বেশি? আপনি কি এমন সুবিধা দিবেন যা কম প্রাইসে নাই। তখন যদি আপনি তাকে ইম্প্রেস করতে পারেন তাহলে সেল কনফার্ম, আর নাহলে লস।

এই পরিস্থিতির জন্য আগেই আপনাকে প্রস্তত হতে হবে। কিভাবে বায়ার কে বোঝাবেন আপনার সার্ভিস প্রিমিয়াম, আপনার কাজের ধরন কি? আর কেন এটা কম প্রাইসে পাবেন না, ইত্যাদি… আমরা অনেকে এটাই জানিনা যে মার্কেটপ্লেসে যাওয়ার আগে কিভাবে সবদিক থেকে নিজেকে প্রস্তুত রাখতে হবে, তার মধ্যে একটা হলো আপনার পোর্টফলিও সেটআপ করা, একটা সেলস প্লানিং তৈরী করা। যাতে বায়ার একবার মেসেজ করলে একজন দক্ষ সেলসম্যান এর মত সেল টা কনফার্ম করতে পারেন।

পরবর্তি কোন এক পোষ্টে এসব নিয়ে আলোচনার চিন্তা আছে।

সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনি কি পুটি মাছ ধরবেন নাকি ইলিশ এটা আপনাকেই ঠিক করতে হবে। ইলিশ ধরতে হলে সেই জাল বুনতে হবে বা প্লানিং করে আগাতে হবে। আমি বিশ্বাস করি একটা ভালো প্লানিং যেকোন কাজ কে অনেক সহজ করে তোলে।

আজ এ পর্যন্তই, গিগ প্রাইস নিয়ে আপনার মতামত আশা করছি।

ধন্যবাদ,
মোঃ মাসুম
What's your reaction?
0Smile0Lol0Wow0Love0Sad0Angry

Leave a comment